মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

ছন্দমালা-fairwell-26.01.2012

ছন্দমালা
 বিদায় বেলার ডাক নিয়ে কে তুমি এলে,
নয়ন ভিজাতে হায় কে তুমি এলে।
 ফুরিয়ে গেছে হাসির মালা, গেঁথে এনেছি বিদায় মালা,
বরণ করে ধন্য কর হৃদয়ের তপ্ত জ্বালা।
 যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
 হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজও তবে হেসে যাও, এই বিদায়ের দিনে কেঁদনা।
 সত্যের শক্তি আর জ্ঞানের ধারায়, জীবন ভরিয়ে উঠুক কানায় কানায়।
 তোমরা চলে যাবে দূরে, স্মৃতিটুকু রবে হায়,
বেদনার বালু হয়ে মোদের অন্তর সাহারায়।
 যাত্রা তবে শুভ হোক আঘাত কর দ্বারে, নতুন ভবিষ্যৎ তোমাদের ডাকছে বারে বারে।
 যখন তুমি এসেছিলে ভরে, কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে,
এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূমন।
 ক্ষমা দৃষ্টিতে দেখবে জানি তোমরা ক্ষমা সিন্ধু
তবুও ক্ষমা চেয়ে নিচ্ছি হে ক্ষমাশীল বন্ধু।
 হায়রে হৃদয়, তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে শুধু পথ প্রাণে ফেলে যেতে হয়
নাই, নাই, নাইরে সময়।
 শত বাঁধা ছিন্ন করে তোমাদের পথ ধরে
যেতে পারি যেন অসীমের সন্ধানে।
 বিদায় বেলার বিরহ ব্যথায়, আখি উঠে ছলছলি
যাবার বেলায় যে অপরকে কাঁদায়, তাকেই মানুষ বলি।
 কত অপরাধ করেছি মোরা, কত ব্যথা দিয়েছি মনে
বিদায় বেলা ভুলে যেও সব, রেখ না হৃদয় কোণে।
 হে তরুণ যাত্রীদল যার যেথা স্থলে
খুজিয়া লও করিয়া সন্ধান, নিজ শক্তি বলে।
 এক সাথে বাঁচি আর এক সাথে মরি, এসো বন্ধু এজীবন সুমধুর করি।
 তরুণ কাঁটা ধন্য করে ফুটবো মোরা ফুটব গো,
তরুণ রবির সোনার আলো দু’হাত দিয়ে লুটব গো।
 যার বিদ্যা নেই সে জানে না ভাল মন্দ, শিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ।
 চক্ষু থাকিতে অন্ধ যার আলোকের দুনিয়ায়, সিন্ধু সেচিয়া বিষ পায় তারা অমৃত নাহি পায়।
 আমি যার কাছে একটি অক্ষর শিখিলাম, আমি যেন তার গোলাম হয়ে গেলাম।

উপস্থাপনায় ঃ মোঃ আবু সাঈদ ইসলাম (টুকু),
মোসাঃ শারমিন আক্তার রেবা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন